Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
NicNacCoin
on 03/04/2023, 08:48:29 UTC
⭐ Merited by Popkon6 (2) ,tjtonmoy (1)
বাংলা বোর্ডের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কমিউনিটির বাহিরে অনেকদিন ছিলাম। কমিউনিটির বাহিরে থেকে বুঝতে পেরেছি কমিউনিটি ছাড়া কখনোই বড় হাওয়া যায়না। তাই অবশেষে সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে নিয়মিত আমার কমিউনিটিতে একটিভ থাকব। কমিউনিটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব।

আমি এখানে প্রবেশ করেই দেখতে পারলাম আমার একজন ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। আমি আমার এই ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।

Congratulations 🎉

@tjtonmoy