Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 03/04/2023, 10:46:44 UTC
@tjtonmoy ভাই প্রথেমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্🎉🎉। এখন আমাদের লোকাল বোর্ডে  আরেকজন  সিনিয়র মেম্বারের সংখ্যা বেড়ে গেল। আমাদের এই বোর্ড টা আরেকটু এগিয়ে গেল। আপনি জীবনে হার্ডওয়ার্ক  করেছেন বলেই আজকে এ পর্যন্ত এসেছেন। অনেক কষ্টের ফলে আজকে আপনি আপনার মর্যাদা পেয়েছেন। আমাদের লোকাল বোর্ড কাউকে যদি উপর লেভেল দেখি তাহলে আমি খুব আনন্দিত হই। আপনাদের দেখলে আমার ধৈর্য ও আত্নবিশ্বাস বেড়ে যায়।আপনাদের  ধৈর্য,  চেষ্টা  আর সময় এই তিনটি আছে বলেই আপনারা দিন দিন এগিয়ে যাচ্ছেন। কিন্তু  যদি করো মধ্যে এই তিনটি জিনিস  থাকে তাহলে সে জিবনে সফলতা পায়। তাই আপনাদের কাছে থেকে এই তিনটি বিষয় আমাদের শেখা দরকার।
১. ধৈর্য : আমরা খুব তাড়াতাড়ি সফলতা খুঁজি কিন্তু ধৈর্য ধরি না। ধৈর্য ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয়।
২. সময়: কোন কিছুর মধ্যে সময় না দিলে সেখানে থেকে সফলতা আসে না।
৩. চেষ্টা: কোন কিছু আপনি নিজে নিজেই পেয়ে জাবেন না।  সে জিনিসের জন্য অবশ্যই আপনার চেষ্টা ও আকাঙ্ক্ষা থাকতে হবে।

@tjtonmoy আপনার কাছে আমাদের একটাই চাওয়া সেটা হলো আমাদের এই বোর্ডে অ্যাকটিভ থেকে আমাদের সবাইকে  হেল্প করবেন।আপনার জন্য দোয়া ও ভালোবাসা খুব তাড়াতাড়ি আপনাকে  legendary Members হিসেবে দেখতে চাই।