Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 03/04/2023, 11:24:58 UTC
⭐ Merited by Popkon6 (1)
আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...



@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।

আমি লক্ষ্য করে দেখলাম বাংলা লোকাল থ্রেডে কিছু কিছু লোক আছে শুরুর দিক দিয়ে কপি পোস্ট শুরু করে দেয়। দুই একটা মেরিট আর্ন করে জুনিয়র মেম্বার পদোন্নতি হলে । তাদেরকে আর বাংলা বোর্ডে দেখা যায় না।
আবার কিছু লোক আছে দেখা যায়, দুই একটা মেরিট আর্ন করে জুনিয়র মেম্বার পদোন্নতি হলে বাউন্টি আনতে শুরু করে ,ম্যানেজার হয়ে যায়।
যদি এ বিষয়ে ভুল বলে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন।
@ahad92 ভাই আপনারে বলছি আপনি এখন কপি পোস্ট করে ভাবছেন কিছুই হবে না। আপনি বিটকয়েন ফরমে রুলস হয়তো জানেন না। তাই এভাবে কপি পোস্ট করেন। হয়তো এখন আপনার কোন সমস্যা হবে না। যখন আপনার একাউন্ট অনেক বড় হবে তখন দেখবেন এই ছোট ভুলের কারণে, এক সময় অনেক বড় ক্ষতি সম্মুখীন হতে হবে।