আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...

@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।
@Popkon6, @Mr.corol আপনারা দুইজন খুব যথার্থই বলেছেন, আসলে কপি পেস্ট করা ভয়ংকর রকমের একটা অন্যায় অপরাধ। আপনি শুধু কপি-পেস্ট করে আপনার নিজের ক্ষতি করবেন তা না আমাদের এই বাংলাদেশ নামক যে লোকাল বোর্ড আছে, আপনি একাই নষ্ট করে দেয়ার জন্যই যথেষ্ট।
হ্যাঁ, আর একটা কথা। এই বাংলাদেশে অনেক ভাইয়ারা ছিল যারা শুরুর দিকে বাংলাদেশ লোকাল বোর্ড এসে পোস্ট করে, কিছু মেরিট অর্জন করে, জুনিয়র মেম্বার পদে উন্নতি লাভ করে, তারপর অন্য বোর্ডে হারিয়ে যায়। আসলে এরা হারিয়ে যাওয়ার জন্যই এখানে আসে। এরা নিজেদের সুবিধার জন্য এখানে আসে। এখান থেকে কিছু সুবিধা গ্রহণ করে তারপর হারিয়ে যায়।
এরা জুনিয়র মেম্বার পদোন্নতি লাভ করার পরেই বাউন্টি ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করে দেয়, বাউন্টি ম্যানেজার হিসেবে কাজ করে। অনেকেই আবার কোন কাজ না পেয়ে হারিয়ে যায়। আসলে সবাই যে সাকসেস হয় এমনটা না। আসলে ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু যারা অল্পতেই ব্যস্ত হয়ে পড়ে ইনকাম করার জন্য তারা আসলে দিনশেষে কিছুই করতে পারে না।
@ahad92 ভাই আপনি সবেমাত্র জয়েন করছেন, বাংলাদেশ এই লোকাল বোর্ডে প্রথম যে পোস্ট ছিল বিটকয়েনড্রিম ভাই, তার পোস্টটি কপি করলেন। আপনার জন্য আমার পরামর্শ রইল যদি এই বোর্ডে নিজেকে সমৃদ্ধ করতে চান তাহলে অবশ্যই কপি পোস্ট করা থেকে বিরত থাকবেন, এটা মারাত্মক ধরনের অন্যায়।