Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 04/04/2023, 03:34:34 UTC
আমি আশা করি সকল সদস্যগণ ভাল আছেন। আমি নতুন সদস্য। আমি এই সম্প্রদায়ে আমার জ্ঞানমূলক এবং ক্রিপ্টো সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারব। আমার কোনও পোস্ট নেই যা কখনও দেখা হয়েছে না। সম্প্রদায়ের সকল সদস্যদের একটি অভিমান এবং স্থান রয়েছে একটি অন্যদের সম্মান এবং স্থান রয়েছে। আমি কোনও বিশেষজ্ঞ নই তবে আমি সকল জ্ঞানমূলক পোস্ট থেকে জ্ঞান হাসিল করব এবং এই সম্প্রদায়ে সক্রিয় থাকে এবং উন্নয়ন করব। আশা করি সমস্ত বয়স্ক সদস্যরা আমাকে গ্রহণ করবে এবং পোস্ট করার সুযোগ দিয়ে দিয়ে আমাকে উন্নয়ন করবে। ধন্যবাদ।

বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আপনাকে স্বাগতম। এই থ্রেডে যে কেউই পোস্ট করতে পারে। কারো কাছে থেকে অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা আপনি পোস্ট করতে পারেন। কিন্তু ফরমের নিয়মের বহির্ভূক্ত কোন পোস্ট করা যাবে না। আপনি ফরমের নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে। নিয়ম মেনে চলে যখন ইচ্ছা পোস্ট করতে পারেন।