বিটকয়েনের মূল্য আজ US$28,734.88, 24-ঘন্টার ট্রেডিং ভলিউম $16.66 B. BTC গত 24 ঘন্টায় +1.39%। এটি বর্তমানে $29,196.31 এর 7 দিনের সর্বকালের সর্বোচ্চ থেকে -1.58% এবং $27,436.87 এর 7 দিনের সর্বকালের সর্বনিম্ন থেকে 4.73%। BTC-এর 19.34 M BTC এবং সর্বাধিক 21 M BTC সরবরাহ রয়েছে।
এরকম শিট পোষ্টিং করা থেকে বিরত থাকা যায় না? বিটকয়েনটক ফোরামে যারা আছে, তারা অবশ্যই বিটকয়েনের দাম কখন কতো হচ্ছে তা খেয়াল রাখে। যদি কোনো এনালাইসিস করতে পারেন, সেটা পোষ্ট করতে পারেন। তাছাড়া আমার মনে হচ্ছে সুন্দর করে কপি করে, ট্রন্সলেটর মেরে পোষ্ট করে দিয়েছেন। কন্সট্রাকটিভ বা ইনফরমেটিভ কিছু পোষ্ট করেন।