Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Ripmix001
on 07/04/2023, 04:54:36 UTC
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।

ছবি পোস্ট করার জন্য আপনাকে প্রথমে imgbb অথবা এইরকম কিছু ওয়েবসাইটে ডুকতে হবে। তারপর আপনাকে আপনার ফোনের ফোল্ডার থেকে আপনি যে ছবি পোস্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে।

তারপর আপনি ছবিটি আপলোড করবেন।
তারপর আপনার ছবি যখন আপলোড হয়ে যাবে তখন আপনি ওইখান থেকে bbcode link copy করবেন।


তারপর সেই লিংক আপনি পোস্ট করবেন।
Code:
[img]https://i.ibb.co/60pgkz5/IMG-20230316-091925.jpg[/img]