Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
আমার জানামতে কেউ মেরিট সেল করে না। আর এটা সেল করার জিনিস না। আপনার মেরিট প্রয়োজন হলে ভালো কোয়ালিটির পোষ্ট করেন। এমনিতেই মেরিট পেয়ে যাবেন। মেরিট বাই/সেল নিয়ে কোনো নিয়ম না থাকলেও ফোরামের সকলেই এটার বিরুদ্ধে। আপনি যদি মেরিট কিনেন, যে সেল করবে তাকেও নেগেটিভ ফিডব্যাক দেয়া হবে, আপনাকেও দেয়া হবে। ফোরামের নিয়ম মেনে চলুন।