[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]
আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors [বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
আপনার এই কুইজটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমি কুইজটিতে অংশগ্রহণ করে সবকিছু সম্পর্কে অনেক ভেবে চিন্তে উত্তর গুলো সম্পন্ন করেছি।
বেশিরভাগ কুইজের উত্তর আমি সঠিক উত্তর দিতে পেরেছি।
