Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
NicNacCoin
on 07/04/2023, 14:32:34 UTC
⭐ Merited by Mr.corol (1) ,Bitcoin_people (1)
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
ধন্যবাদ আপনাকে এরকম কুইজের আয়োজন এর আগে করা হয়নি। আপনি আমাদের বাংলা বোর্ডে প্রথম কুইজ তৈরি করেছেন। কুইজের উত্তর দিতে পেরে অনেকটাই ভালো লেগেছে। আসলে অনেক জানা জিনিস আমাদের ভুল হয়ে যায়। এই কুইজের মাধ্যমে আমি আমার সকল ভুল ধারণা গুলো সঠিক করে নিয়েছি। এরকম কুইজ মাঝে মাঝে করাই উচিত এতে আমাদের জ্ঞান পরিশুদ্ধ হয়। আমি এখানে ২০টি প্রশ্নের মধ্যে ১৪ টি প্রশ্নের উত্তর দিয়েছি ৬টি প্রশ্ন আমার ভুল হয়েছে। তবে আমি এখান থেকে আমার ভুল সংশোধন করে নিয়েছি।