অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
এটা খুবই সহজ কিন্তু আমি ও সবপ্রথম করতে পারিনি তবে সবার সাহায্য সহযোগিতারয় সফল হয়েছি। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিতে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কোন সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে এটার সমাধান দেওয়ার সবোর্চ্চ চেষ্টা করব।


আর আপনি অবশ্যই Photo Uploader নামের একটি Apps নামিয়ে নিবেন। তা না হলে আপনার ফটো Show করবে না Photo Uploader থেকে আপনি আপনার ফটো আপলোড করে তারপর ওই লিংক প্রবেশ করাবেন ও পরবর্তীতে পোস্ট করবে। এই টিপস্ গুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার ছবি দেখা যাবে পোস্ট করলে।

ধন্যবাদ আপনাকে। জ্ঞান দান করলে কখনোই জ্ঞান কমে যায় না, বরং জ্ঞান আরো বৃদ্ধি পায়। অনেক সুন্দর করে আপনি ফটো আপলোড করা শিখিয়ে দিয়েছেন। তবে আপনি একটি জিনিস বাদ দিয়েছেন তা হচ্ছে ফটো আপলোড করার সময় অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ভিপিএন কানেক্ট করে ফটো আপডেটিং করতে হয়। তাহলে দেখতে পারবে আপনার ফটো লিংক চলে আসবে। ভিপিএন কানেক্ট না করলে Err চলে আসবে।