Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
ভাই এই প্রশ্ন যে করেছেন তার জবাব দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি মেরিট বিষয়টা কি এ সম্পর্কে কোন ধারণা নিয়েছিলেন?
মেরিট কাকে বলে কিছু জানেন এ সম্পর্কে?
মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।
উপরে কোট করে দিয়েছি আপনি চাইলে আরো বিস্তারিত সম্পর্কে জানার জন্য সরাসরি পোস্ট টিতে গিয়ে পড়তে পারেন। এখন আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করুন যে মেরিট করা যাবে কিনা। যেখানে ফোরামে কেউ মেরিট চাওয়া বা ভিক্ষা করা এটাকেই পছন্দ করে না সেখানে মেরিটের অপব্যবহার কিভাবে সহ্য করবে কিভাবে সহ্য করবে, আপনাকে বলতে চাই আপনার এই ইচ্ছা পরিবর্তন করুন না হলে মেরিট পেলেই আপনার লাল মোহর খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যে কাজ করতে চাইতেছেন হয়তোবা লালমোহর খাওয়ার পর সেখানে আর কাজ করতে পারবেন না।