Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Soka1
on 07/04/2023, 17:37:47 UTC
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
এটা খুবই সহজ কিন্তু আমি ও সবপ্রথম করতে পারিনি তবে সবার সাহায্য সহযোগিতারয় সফল হয়েছি। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিতে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কোন সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে এটার সমাধান দেওয়ার সবোর্চ্চ চেষ্টা করব।




আর আপনি অবশ্যই Photo Uploader নামের একটি Apps নামিয়ে নিবেন। তা না হলে আপনার ফটো Show করবে না Photo Uploader থেকে আপনি আপনার ফটো আপলোড করে তারপর ওই লিংক প্রবেশ করাবেন ও পরবর্তীতে পোস্ট করবে। এই টিপস্ গুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার ছবি দেখা যাবে পোস্ট করলে।



ধন্যবাদ, Bitcoin_people ভাই। আপনার কারণে আমি আমার পোস্টে আমার ছবি আপলোড করতে পেরেছি। আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন তা খুব সহায়ক এবং বোঝা সহজ ছিল।

[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]

এই সহায়ক কুইজ ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.
এটি আমাকে অনেক দরকারী তথ্য প্রদান করেছে এবং আমার জ্ঞান বৃদ্ধি করেছে। এর আগেও একই ধরনের কুইজ পরিচালিত হয়েছিল, তবে তা বাংলায় ছিল না। যাইহোক, সেই কুইজের কিছু প্রশ্ন এইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমার মতো নতুনদের জন্য বেশ সহায়ক। আমি 20টি প্রশ্নের মধ্যে 11টি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এবং আমার সামগ্রিক অভিজ্ঞতা ছিল দুর্দান্ত  Cheesy
দয়া করে কেউ আমার পোস্টটি উদ্ধৃত করুন কারণ আমি নবাগত তাই আমার ছবি লোড হতে পারে না
@LDL
@NicNacCoin
@Bitcoin_people
@Mr.corol


ওকে আপনার পোস্ট আমি উদ্ধৃত করে দিলাম। ধন্যবাদ আপনাকে আপনি 11 টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি এখানে নিয়মিত একটিভ থাকবেন। এখানে আমরা নিয়মিত একটিভ থেকে আমাদের বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব।
ধন্যবাদ NicNacCoin ভাই আমার পোস্টটি উদ্ধৃত করার জন্য এবং আমাকে একজন জুনিয়র সদস্য হতে সাহায্য করার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি মেধা অর্জন করতে জানতাম না এবং কুইজ সত্যিই ভাল ছিল. আমি জানতাম না যে আমি 20 টির মধ্যে 11টি সঠিক পেয়েও এতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারব। আমি বাংলা লোকাল থ্রেডে সক্রিয় থাকার এবং মানসম্পন্ন সামগ্রী পোস্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমাকে গাইড করার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ কারণ আমি এখানকার নিয়ম এবং অন্যান্য বিষয় সম্পর্কে অনেক কিছু জানি না।