Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 07/04/2023, 18:22:50 UTC
Quote
যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।

@Mr.corol ভাই, এখানে আপনার প্রশ্নের কিছু সঠিক উত্তর আছে। হয়তো আমি যে চারটা পারিনি সেটা আপনি পেরেছেন একটু চেক দিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ আমি ডেক্সটপ থেকে এটা করেছি, কিন্তু কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর, কোনটা থেকে আপনি মার্ক পেয়েছেন, সেই সব বিষয়গুলোই এখানে শো করতেছে। মনে হয় এটা আপনার এবং নতুনদের জন্য সহায়ক হবে।