আপনারা যখন অন্যের কমেন্ট কোট (Qoute) করে উত্তর করবেন তখন ওই কমেন্টের মধ্যে যদি বড় ফন্টে লেখা অথবা ছবি থাকে তাহলে সেই ছবিগুলোর আকার ছোট করে আপনারা পোস্ট করবেন এতে আপনাদের পোস্ট ভালো ও আকর্ষণীয় দেখাবে। আশা করি পরবর্তীতে পোস্ট করার সময় আপনারা ছবির আকার ছোট করে দেবেন।
"ধন্যবাদ @LDL স্যার, আমি এই থ্রেডে নতুন এবং এটি সম্পর্কে অনেক কিছু জানি না। আপনি যেমন উল্লেখ করেছেন, কারো মন্তব্য উদ্ধৃত করার সময় আমার ছবির আকার ছোট করা উচিত। কিন্তু আমি জানি না কিভাবে এটি করতে হয়। আপনি কি করতে পারেন? এটা কিভাবে করতে হয় আমাকে গাইড করুন?"