Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bounty Inspectors
on 08/04/2023, 15:45:38 UTC

আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এরকম কুইজের আয়োজন প্রথম করা হলো। এরকম কুইজের আয়োজন করলে ভালোই হবে কেননা ফোরামে কিছু কমন সাধারণ বিষয় এ সকল কুইজের মাধ্যমে আমরা জানতে পারি। কুইজের প্রশ্নগুলো দেখে মোটামুটি ভালোই হয়েছে এবং কিছু কোশ্চেন আছে যেগুলো এর আগেও একটি কুইজে(@icopress/@GazetaBitcoin আয়োজিত) অন্তর্ভুক্ত ছিল। যাহোক বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আজকের এই কুইজ আমাদেরকে বিস্মিত করেছে।
@Bounty Inspectors আপনাকে ধন্যবাদ এরকম একটি কুইজের আরেজমেন্ট করার জন্য।
কুইজে অংশগ্রহণ করেছিলাম এবং মোটামুটি ভালই স্কোর করেছিলাম কিন্তু তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারিনি।

https://i.imgur.com/qA9VrXP.jpg

@LDL ভাই আপনি ঠিকই বলেছেন কুইজের কিছু প্রশ্ন (@icopress/@GazetaBitcoin ) কুইজ থেকে নেয়া এবং কিছু তথ্য আপনাদের পোস্ট থেকেও নেয়া হয়েছে।

তবে আমার মূল উদ্দেশ্য ছিল ফোরামের মৌলিক বিষয়গুলো যেন আমরা সবাই জানতে পারি। কিছু কিছু জিনিস জানা থাকলেও কনফিউশন কাজ ধন্যবাদ সবাইকে যারা কুইজে অংশগ্রহন করেছেন।


আমি এই কুইজটি ইতিমধ্যেই খেলেছি। আমার কুইজ খেলতে অনেকটাই ভালো লাগে। আমি বিশটা প্রশ্নের মধ্যে ৭ সঠিক হয়েছে আর ১৩ টি ভুল হয়েছে। আমি এই ১৩ টা প্রশ্নের সঠিক উত্তর খুঁজলাম কুইজটির কোন জায়গায় পেলাম না। আমার এই ১৩ টা প্রশ্নর উত্তর অজানা রয়ে গেল। আমি জানতে পারলাম না আমি যে কয়টা ভুল উত্তর দিয়েছি সেগুলির সঠিক উত্তর কি হবে।যদি এই রকম ব্যাবস্থা থাকতো আমি যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।
https://i.imgur.com/dQF0ann.jpg


@Mr.corol ভাই আপনি ভালোই নাম্বার পেয়েছেন। আসলে কুইজের ক্ষেত্রে অনেক বিষয় জানা থাকলেও দ্বিধাদ্বন্দ্বে পরে উত্তর ভুল হয়ে যায়। আমি নিজেই পরে কুইজ খেলে একটা ভুল করে ফেলেছি।
ভাই কুইজের উত্তর গুলো নিচে দেখা যায় কিন্তু সঠিক উত্তর গুলো সাথে সাথে দেখা গেলে  আরও ভালো হতো। ইনশাআল্লাহ পরে আরও ভালো মানের তথ্য বহুল কুইজ আনবো সেই সাথে কুইজ  গুলো আরও উন্নত কোন প্লাটফর্মে আয়োজন করবো।