সুন্দর আকাশ, সুন্দর দিন,,,,,,, ঈদের বাকি কয়েকদিন। ঝড় বৃষ্টি রোদের দিন, দাওয়াত দিলাম ঈদের দিন। নদীর ধারে সাদা বক তোমাদের সবাইকে জানায়” অগ্রীম ঈদ মোবারক।।।
ভাই আপনার এই ঈদ এর শুভেচ্ছা পেয়ে ভালই লাগছে, তবে ভাই একটু বোঝার ট্রাই করেন। এইটা বিটকয়েন ফোরাম। আপনি চাইলে অফ টপিক পোস্ট করতে পারেন, এইটা আপনার স্বাধীনতা। তবে আপনার ভালোর জন্যই বলছি, এইসব পোস্ট এর জন্য পরবর্তীতে আপনাকেই ঝামেলা পোহাতে হবে। এক লাইন এর পোস্ট সবসময় স্প্যাম পোস্ট কাউন্ট করা হয়, যদি পোস্ট এ গুরুত্বপূর্ন ইনফরমেশন না থাকে। তার মধ্যে এতজন কে মেনশন করার কোনো মানে হয় না। আপনি যেহেতু নতুন, আপনি দয়া করে রুলস পরে নেন। নিয়ম মেনে চলেন, দেখবেন আপনার ID এমনিতেই গ্রো করবে। আকটিভিটি বা মেরিট এর আশায় এগুলা কইরা লাভ নাই। কথা গুলা খারাপ লাগতে পারে, তবে ভালোর জন্যই বলছি। আপনার সাথে আমার কোনো রাগ অভিমান নেই। এইটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য এগুলা বলছি।
পরবর্তীতে এই ভুল করবেন না বলে আশা করি।