[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]
আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors যদিও একটু লেট হয়ে গেল তবুও কুইজ টা জয়েন করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। আসলে নিয়মিত কুইজ পাবলিশ করা হলে সবাই ফোরামের কিছু বিশেষ তথ্য সম্পর্কে নিজেকে ঝালিয়ে নিতে পারবে। আশাকরি সিনিয়র রা বিষয়টি বিবেচনা করবেন। এটি যেমন মজার তেমনি শিক্ষণীয়।
আমার কুইজের রেজাল্ট:

কুইজের প্রতিটা প্রশ্ন আমার কাছে ইনফরমেটিভ ছিল তবে একটি প্রশ্ন আমার মনে হয় কুইজে শিক্ষণীয় বা ইনফরমেটিভ ছিল না সেটা হচ্ছে বাংলা লোকাল বোর্ডের 6,000 তম পোষ্টটি কে করেছিলেন?
এখানে অন্য কোন ইনফরমেটিভ কুইজ থাকলে আরো শিক্ষণীয় হতে পারত। আমি সিউর অনেকেই এটা পারেনি তবে আমি পেরেছি কারণ আমার Review Master ভাই এর উপর আলাদা একটা বিশ্বাস ছিল

বাংলা ফোরামে অবদান রাখা ব্যাক্তিদের মধ্যে অন্যতম তিনি।