Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 09/04/2023, 05:20:31 UTC
Quote
সময়কে কাজে লাগান

আশ্চর্যজনক প্রযুক্তি- জলের আলো


@Review Master ভাই,আপনি ঠিকই বলেছেন বর্তমানসময়কে কাজে লাগিয়ে "দক্ষিণ আমেরিকার একটি সংস্থা @E-Dina - জলের আলো, তেলবিহীন, পানি ব্যবহারযোগ্য একটি বাতি তৈরি করেছেন, যা দুই কাপ নোনা জলে ৪৫ দিন পর্যন্ত আলো দিয়ে যাবে।

দক্ষিণ আমেরিকার প্রকৌশলীরা একটি বাতি তৈরি করেছেন যা তেলের পরিবর্তে জল দিয়ে ব্যবহার করা যায়। যা মাত্র দুই কাপ লবণের জলে আলো এবং বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্রযুক্তিটি কলম্বিয়ার রিনিউয়াবেল শক্তি স্টার্টআপ @E-Dina দ্বারা তৈরি করা হয়েছে।

এটা কিভাবে কাজ করে:-
1. নোনা জল ম্যাগনেসিয়াম এর সাথে মিশে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটায় যা বিদ্যুৎ উৎপাদন করে।
2. দুই কাপ নোনা জল দিয়ে বাতিটি প্রায় ৪৫ দিন পর্যন্ত জ্বালানো যায়।


@E-Dina মনে করে যে, এই বাতিগুলো কেরোসিন তেল বা তেলভিত্তিক যে বাতিগুলো আছে সেগুলোকে নতুন করে প্রতিস্থাপন করতে পারে সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমুদ্রের জল বা নোনা জলে চার্জ করা যায়।

তাছাড়া এই লাইটগুলো ফোন চার্জ করতেও সক্ষম।

সোর্স লিংক: জলের আলো https://www.linkedin.com/posts/amar-dalvi-876981ab_amazing-technology-engineers-from-south-activity-7043624551871569921-5c0L?utm_source=share&utm_medium=member_desktop