অনেক দিন যাবৎ এই ফোরাম এ আছি, তবে লোকাল কমিউনটিতে এই প্রথম আমার পোস্ট। এতদিন যাবৎ শুধু বাউন্টি নিয়ে কাজ করলাম। লোকাল কমিউনিটি তে এসে সকলের পোস্ট পড়ে এবং দেখে অনেক কিছু জানতে পারলাম। আশাকরি নতুন হিসেবে সকলের সাহায্য পাবো। আমি নতুন যার কারণে অনেক কিছু জানি না। তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেক কিছু জানতে পারব আশাকরি।
আজ থেকে আপনাদের সাথে আমার যাত্রা শুরু। দিনটি মনে থাকবে আজীবন।
https://i.postimg.cc/DZDFK3kp/Dark-Floral-Watercolour-Hexagon-Mother-s-Day-Event-A3-Poster.png