Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
ahad92
on 11/04/2023, 09:43:24 UTC
প্লিজ ভাই যে কেও একটা মেরিট দিয়ে দেবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ Cry

ভাই তুই মেরিট বিক্যায় দে আমারে

ভাই এটা আপনের কেমন ধরন এর কথা ।। আপনি কি এইখানে ভিক্ষা করতে আসছেন না কিসু শিক্ষার মাধ্যমে যোগ্যতা বানাতে আসছেন।। ভাই যদি আপনি মনে করেন যে সকলের কাছে মেরিট চাইবেন তাইলে কোনো লাভ নাই আপনি আপনার টাইম অযথাই নষ্ট করছে।। যদি আপনার এই প্লাটফরম থেকে কোনো কিছু করার ইচ্ছা থাকে তাইলে শিক্ষেন আমাদের মধ্যে ভালো এবং উন্নত মানের পোস্ট প্রদান করুন ।। আপনি নিজেই দেখতে পাবেন যে কারো কাছে মেরিট এর জন্য হাত পাতা লাগবে না সকলে আপনাকে নিজে থেকে মেরিট প্রদান করবে ।। অযথা এই সকল পোষ্ট দিয়ে নিজের সময় নষ্ট করেন না কোনো লাভ হবে না।। ফোরাম এর নিয়ম কানুন পড়ুন ভালো পোস্ট দাতা হয়ে উঠুন।। ইনশাল্লাহ আপনি যদি সততা এর সাথে টিকে থাকে পারেন তাহলে আপনাকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না ।। কারণ আমার মতে অনেকে আসে যারা ফোরাম কে ফুলটাইম প্রফেশন হিসাবে নিয়েছে।। আমার মতে চেষ্টা করেন কষ্ট ছাড়া কোনো কিসু অর্জন করা সম্ভব না, ধন্যবাদ।।