Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 12/04/2023, 12:05:33 UTC

Why comparison of the Bengali Local thread isn't here? If I'm correct, last month, we had a lot of active users on the forum, and due to an increase in the post quality, we have seen a significant increase in merit counts too I think (haven't checked last month's data though). Why does merit sender and receivers stat not have Bengali local thread? Or it's based on board, no local thread is included?

একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট সংখ্যা বেশ কয়েকটি লোকাল থেকে অনেক অনেক বেশি তবুও মেরিট সেন্ডার ও রিসিভার এর জায়গায় আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের কোন স্থান নেই। এই কথা শুধুমাত্র @Little Mouse ভাই ছাড়া আর কেউ তুলে ধরে নাই। তবে একটি বিষয় হচ্ছে মাঝির সাথে যদি মাল্লা ঠিকমতো হেইও না বলে তবে কিন্তু নৌকা জোরে চলেনা।@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।