Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
BitCoinDream
on 12/04/2023, 19:50:10 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Learn Bitcoin (1)
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট হিস্টরি

২০১৪ সালের মে মাসের ৩০ তারিখে@BitcoinDream ভাই বাংলাদেশ নামক এই লোকাল বোর্ড খুলে আমাদের দেশটাকে বিটকয়েন ফোরামের বুকে নামকরণ করে দেয়। কিন্তু ওই বছর তার এই পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট হয়। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি তিন মাসের পোস্ট হিস্ট্রি আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

Q1(January, February, march)
Q2(April,May ,June)
Q3(July, August, September)
Q4(October, November, December)

2014 সালে
মোট পোস্ট=৫

2015 সালে
Q1= 1
Q2= 0
Q3= 0
Q4= 0

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1

2016 সালে
Q1= 0
Q2= 0
Q3= 0
Q4= 0

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=0

2017 সালে
Q1=0
Q2=2
Q3=187
Q4=508

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 697

2018 সালে
Q1=1500
Q2=1008
Q3=583
Q4=148

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 3239

2019 সালে
Q1=23
Q2=113
Q3=104
Q4=190

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=430

2020 সালে

Q1=107
Q2=264
Q3=353
Q4=909

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1633

2021 সালে

Q1=256
Q2=170
Q3=224
Q4=418

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1068

2022 সালে

Q1=275
Q2=373
Q3=237
Q4=189

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1074

2023 সালে
Q1=804
Q2=*
Q3=*
Q4=*

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=804*


২০১৫, ২০১৬ এই দুই বছর বাংলাদেশ থেকে ইউজার সংখ্যা অনেক কম ছিল ফলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট সংখ্যা ছিল না।

২০১৭ সালের শেষের ৬ মাসে বাংলাদেশ লোকালে ইউজার সংখ্যা বাড়তে থাকে এবং পোস্ট সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকে।

২০১৮ সালে এসে বাংলাদেশ লোকাল এ যে পরিমাণ পোস্ট হয়েছিল তাতে সবগুলো পোস্ট একত্রে করলেও ওই বছরের সমান হবে না। ২০১৮ সালকে বাংলাদেশ লোকালের জন্য স্বর্ণবছর বলা হলেও ভুল বলা হবে না।

২০১৯ সালে এসে ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা প্রথম দিকে কমতে থাকে পরে শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে।

২০২০ সালে মোটামুটি ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা এভারেজ ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং শেষের দিকে এসে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়।

২০২১,২০২২ বাংলাদেশ লোকালে মোটামুটি ভাবে এগুতে থাকে ।

২০২৩ সালে প্রথম তিন মাসে পোস্ট সংখা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তী মাসগুলোতেও ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।


https://ninjastic.space/search?board=11&topic_id=631891 থেকে ইনফরমেশন শেয়ার করা হয়েছে।
এই তথ্য ও তার ভিত্তিতে উপনীত সিদ্ধান্ত সর্বাংশে সঠিক নয়। ২০১৪ থেকে ২০১৭ এই সময়কালেও thread এ post প্রচুর হয়েছিল। কিন্তু তা ছিল বহুলাংশে spam. ঐ সময়ে শুধুমাত্র post করেই activity বাড়ানো যেত। দীর্ঘ সময় যাবৎ আমায় ঐ spam delete করতে হয়েছে। ওপরের 1630 posts by 90+ users deleted. তার পরিসংখ্যান। 90+ সংখ্যাটা আসলে ভুল। আসল count অনেক বেশি। সেটার কারণ এখানে দেওয়া আছে - https://bitcointalk.org/index.php?topic=5395819.0. আজকেও আরো কিছু post delete করতে হয়েছে। সেই পরিসংখ্যান হয়তো কিছু সময় পরেই এসে যাবে। জানুয়ারী ২৪, ২০১৮ তে Merit system আসে - https://bitcointalk.org/index.php?topic=2818350.0. এরপর spammer রা ধীরে ধীরে হাল ছেড়ে দেয় এবং ভাল post আসতে শুরু করে, যেগুলো আর delete করতে হয়নি। তাই ২০১৮ পরবর্তীতে thread এর activity অনেক বেশি বলে মনে হয়।