কয়েকদিন যাবত লোকাল বোর্ড এসব বিষয় নিয়ে দেখতেছি খুব লেখালেখি হচ্ছে, আসলে লোকাল বোর্ডটা কি বিস্তারিত জানতে চাচ্ছি?
লোকাল বিষয়টি জানার আগে আপনাকে জানতে হবে বোর্ড কি- বোর্ড হচ্ছে গিয়ে প্রধান বিষয় যার আন্ডারে চাইল্ড বোর্ড থাকে চাইল্ড বোর্ড এর মধ্যে বোর্ড এর আলাদা আলাদা টপিকের আলোচনা করা হয়। নিচে ছবির মাধ্যমে চিহ্নিত করা হলো-
এখন আসি লোকাল বোর্ড কি -
লোকাল বোর্ড বলতে বিটকয়েনটক ফোরাম কর্তৃক অনুমোদিত বোর্ড যেখানে মানুষজন তাদের নিজ নিজ ভাষায় আলোচনা করতে পারে। যেসব দেশ লোকাল বোর্ডের অনুমোদন পেয়েছে তারা সরাসরি বিটকয়েনটক এর হোম পেজে লোকাল ক্যাটাগরিতে সংযুক্ত রয়েছে। তাছাড়া লোকাল বোর্ডের আন্ডারে আলাদা আলাদা চাইল্ড বোর্ড থাকে যেখানে মেম্বারগণ আলাদা আলাদা বিষয়ের টপিক খুলে আলোচনা করতে পারে।
আর যারা বোর্ডের অনুমোদন পায়নি তাদেরকে লোকাল থ্রেড বলে এখানে আপনি লোকাল বোর্ডের যে সুযোগ সুবিধা গুলো পেতেন সেগুলো পাবেন না যেগুলো আপনি লোকাল ক্যাটাগরির
Other languages/locations পেয়ে যাবেন।

আরেকটা জিনিস মেরিট সোর্স কি ?
আর মেরিট সোর্স বোঝার জন্য নিচের পোস্টটি কোট করলাম-
আর বর্তমানে ফোরামে ১১০ জন মেরিট সোর্স রয়েছে-
মেরিট সোর্স স্টাটসমেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।
মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।
এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।