@Bitcoin_News_MS ভাই আপনার পোস্ট করার আগ্রহী দেখে অত্যন্ত ভাল লাগল। কিন্তু ভাই আপনি একাধারে এক সারিতে পরপর আপনি পোষ্ট করছেন। এটা ফরমের নিয়ে নিয়মের বাহিরে।আপনি একটা পোস্ট করার পরে আপনার পরও যদি আরো ২-১ জনে পোস্ট করে তারপর আপনি পোস্ট করবেন। তাই আপনি বিশেষ করে প্রথম পেজে @BitCoinDream ভাই অনেকগুলো লিংক দিয়ে রাখছেন আশা করি আপনি ভালভাবে পড়ে নিবেন।