আচ্ছা, বিটকয়েন এর Taproot আপগ্রেড নিয়ে কে কি কি জানেন? এই ডেভেলপমেন্ট বিটকয়েনে কি কি ফিচার যোগ করেছিলো? আমার জানামতে Taproot আপগ্রেড ২০২১ সালে আসে। যেটা একটা সফল হার্ডফোর্ক ছিলো এবং এটা বিটকয়েন প্রটোকলের মূল কোড পরিবর্তন করে দিয়েছিলো।
এটা মূলত ব্লকচেইনের সিকিউরিটি বাড়ানোর জন্য করা হয়েছিলো। Taproot কি স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম নাকি? আমার জানার ইচ্ছে। ইন্টারনেটে দেখলাম এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম। ইন্টারনেটের সকল তথ্য আসলে বিশ্বাস করা কঠিন।