@Bounty Inspectors ভাই, আপনার নেক্সট কুইজ কবে আসবে। সত্যি কথা বলতে কি, কুইজ খেলতে আমার ভালোই লাগে। আর সবচেয়ে পজিটিভ বিষয় যেটা সেটা হচ্ছে যে, এই কুইজের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। তাই আমার মনে হয় ভাই, আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে কুইজ রাখেন, সেটা নির্দিষ্ট কোন একটা দিনে। তাহলে মনে হয়, সবাই অধীর আগ্রহে কুইজের জন্য অপেক্ষা করবে। যেমনটা আমি মন থেকে অপেক্ষা করছি। ভাই, আপনি আমাদের এই অপেক্ষার একটা সুরাহা করবেন অবশ্যই আশা করি। আপনার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এই বিটকয়েন ফোরামে।
==============================================================================================
ভাই আমি আরও একটি কুইজ খুব শীঘ্রই এখানে নিয়ে আসব। কুইজ টির প্রশ্ন গুলো ভালো মানের রাখার চেষ্টা করেছি, সেই সাথে কুইজটি ভালো একটা প্লাটফর্মে সাজাবো যাতে করে ভুল উত্তর দিলে সাথে সাথে সঠিক উত্তর দেখা যায়।সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রেখেছি কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে ফোরামে সময় দিতে পারতেছি না। আপনাদের সাথে আলোচনা করতে আমার ও খুব ভালো লাগে।