@LDL ভাই, আপনি বোধহয় সাংসারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না। আপনাকে না দেখলে আমার কেমন যেন ভাল লাগেনা। আপনার ভালো ভালো পোষ্টের জন্য সব সময় অপেক্ষা করে বসে থাকি। আপনার এই পোস্টগুলো সত্যিই অনেক বেশি গুরুত্ব বহন করে। আশা করি সাংসারিক ব্যস্ততার কারণে আমাদেরকে ভুলে যাবেন না।
আর একজন ভাইয়ের কথা না বললেই না। তিনি হলেন আমাদের গ্রুপের মোস্ট সিনিয়র বড় ভাই @little Mouse ভাই, আপনাদের মত ভাইয়েরা আছেন বলেই, আমরা এই বাংলা বাংলাদেশের লোকাল ফোরামে একটু স্বাচ্ছন্দে অনেক কিছুই জানতে পারছি। আশা করি ভাই ব্যস্ততার কারণে আমাদেরকে ভুলে যাবেন না।
সাংসারিক ব্যস্ততা সবারই আছে, থাকবে। তবুও হাজার ব্যস্ততার মাঝে ফোরামে একটু সময় না দিলে ভালো লাগে না। আসলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডটি মূলত তৈরি করা হয়েছিল ক্রিপ্টো কারেন্সি বিষয়ে আমাদের মাতৃভাষার মাধ্যমে সেগুলা প্রকাশ করা। প্রথমদিকে হয়তো পোস্ট করলেই এক্টিভিটি ও রেঙ্ক বাড়তো সেই হিসেবে আমাদের এই লোকালের প্রথম পেজ থেকে ৩০ নম্বর পেইজ পর্যন্ত ঘাটাঘাটি করেও একমাত্র @OP প্রথম পোস্ট বাদ দিয়ে একটিও কনস্ট্রাক্টিভ পোস্ট পাইনি। কিন্তু সেই ধারাবাহিকতা বর্তমানে কিছুটা কম হলেও একবারে শেষ হয়ে যায়নি। স্পাম পোষ্টের সংখ্যা বর্তমানে কিছুটা কমলেও একবারে শেষ হয়ে যাবে এমনটি ভাবা ঠিক হবে না।
কমিউনিটিতে পোস্টের ধরনটি হয় মূলত ডায়ালগ সিস্টেমের মত। কেন একজন একটি পোস্ট করলো এবং ওই পোস্টের ধারাবাহিক উত্তর পরবর্তি পোষ্টে দেওয়া হয় এটাই স্বাভাবিক কিন্তু আমি যে পোস্টের উওর করবো সেই পোস্ট যদি অর্থহীন হয় তাহলে আমার কমেন্ট করা পোস্ট কত ভাল হবে বলে আপনারা মনে করেন?
@learn bitcoin এই ভাইটি @GazetaBitcoin ভদ্রলোকের দুটি পোস্ট তার অনুমতি নিয়ে বাংলা ভাষায় রূপান্তরিত করেছে তবুও রুপান্তরিত করার সময় নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল এবং পোস্ট করার আগে অবশ্যই @GazetaBitcoin ভদ্রলোককে পার্সোনাল মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তাই @GazetaBitcoin ভদ্রলোক পরবর্তীতে এই রুপান্তরিত করা পোস্ট প্রিভিও করে এবং ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন।
কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।