হে আল্লাহ, প্রচন্ড গরমকে উপেক্ষা করে একমাত্র তোমার রাজি খুশির জন্য আমরা যারা রোজা রাখি আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। এই প্রচন্ড গরমের মধ্যে আমরা চাইলে রোজা না রেখে দিনের বেলায় পেট ভরে খাদ্য গ্রহণ করতে পারতাম। প্রচন্ড পিপাসায় পানি পান করতে পারতাম। কিন্তু আমরা সেগুলো না করে একমাত্র তোমার রাজি খুশির জন্য তোমার হুকুম পালন করার জন্য আমরা রোজা রাখি।তোমার হুকুম পালন করার জন্য পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সকল এবাদাতগুলো কবুল করে নাও এবং রমজানের সকল হক পালন করার তৌফিক দাও। হে আল্লাহ এ রমজানে তুমি যাদেরকে ক্ষমা করবে সেই দলে আমাদেরকে শামিল করে নিও। আমিন আমিন আমিন।
ভাই আপনি যে পোস্ট টি করেছেন তা এই ফোরাম বা এখানকার আলোচনার কোনোকিছুর সাথেই সম্পর্কিত নয়, আপনি ফোরাম টাকে দয়া করে ফেসবুক মনে করবেন না, এখানে নিজের মনের মতো করে যা ইচ্ছে তাই পোস্ট না করাই ভালো, কারণ অফ টপিক পোস্ট হলে সেটা ডিলিট করে দেয়া হতে পারে, এমনকি আপনার একাউন্টটি এককালীন ভাবে ব্যান করাও হতে পারে ।
তাই আশা করি এই ধরনের পোস্ট না করাই ভালো হবে । ধন্যবাদ ।