আরও একটি কুইজ নিয়ে আসলাম আজকে সবাই অংশগ্রহন করবেন। আমি কুইজ তৈরি করতে গিয়ে অনেক তথ্য জানতে পারি তাই কুইজ তৈরি করতে আমার ভালোই লাগ।আসলে একটা কুইজ তৈরি করতে অনেক সময় লাগে। আমার মূল উদ্দেশ্য আমরা যেন কিছু শিখতে পারি নতুন যারা আছে তারা ফোরাম সম্পর্কে কিছু জানতে পারবে।
কুইজ খেলতে লিঙ্কে ক্লিক করুন https://bounty-inspectors.involve.me/bitcoin-and-bitcointalk-quiz বিঃদ্রঃ: কুইজের অনেক বিষয় আমাদের ফোরাম থেকে নেওয়া হয়েছে। কোন ভুল হয়ে থাকলে আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করব
নিঃসন্দেহে আপনার এই দ্বিতীয় কুইজটি জ্ঞানের অবিমিশ্র উপাদান ছিল এবং এই কুইজটি খেলে আমি ভালো একটা স্কোর করেছি সেজন্য আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু আমি এই কুইজটিতে কিছু বাগ দেখতে পেয়েছি এবং কিছু জায়গায় যদি কিছু কাস্টমাইজ করা হতো তাহলে বিষয়টা দেখতে আরো বেশি ভালো লাগতো। যেমন ইউজার নেম সাবমিট করার বিষয়টা যদি প্রথমে থাকতো তাহলে ভালো হতো। কিছু বিষয়ে আরো কাস্টমাইজ করার দরকার আছে, তার মধ্যে প্রথম যেটা করা খুব জরুরী ছিল সেটা বলা হল।
