Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 18/04/2023, 16:42:16 UTC
⭐ Merited by Bounty Inspectors (1)
বিঃদ্রঃ: কুইজের অনেক বিষয় আমাদের ফোরাম থেকে নেওয়া হয়েছে। কোন ভুল হয়ে থাকলে আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করব
১. বিটকয়েনটক ডোমেইন sirius এর এক্সেসে নেই আমি যতদুর জানি। বর্তমানে সেটা থিমস এককভাবে নিয়ন্ত্রণ করছে। এর আগে cobra এর এক্সেস ছিল। সে bitcoin.org নিয়ন্ত্রণ করছে। এখন ফোরাম থিমসের আন্ডারে আর বিটকয়েন.অর্গ কোবরার আন্ডারে আছে। গত ২/৩ বছরের মধ্যে এইটা হয়েছে। ডোমেইন কিংবা হস্টিং সবই যার যার একক নিয়ন্ত্রণেই আছে।
২. ফোরামের রেজিস্টার্ড ব্যবহারকারী ৩৫ মিলিয়ন না। এইটা হবে ৩.৫ মিলিয়ন মানে ৩৫ লাখ। ৩৫ মিলিয়ন মানে ৩.৫ কোটি।
এইটা ছাড়াও আরো একটা প্রশ্ন আমার কাছে একটু খটকা লেগেছিল কিন্তু আমি ভুলে গেছি।