আসলে ভাই আপনার কথাটা এই জায়গায় বলা হয়নি বরং একজন ভদ্রলোক এভাবে পোস্ট করেছিল কিন্তু পরবর্তীতে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছে। আপনার পোষ্টের মান গুলো সত্যিই অনেক ভালো হয় তাই আপনি যে সকল পোস্ট করেন সেগুলো ভেবেচিন্তেই আপনি করেন। তবে আপনার ট্রান্সলেট করা দুটি পোস্ট নিজের ভাষায় তৈরি করেছেন যার কারণে সত্যিই অনেক মার্জিত হয়েছে।
আমি জানি না আমার বলার টোন টা কিভাবে নিয়েছেন আপনি। আমি যেহেতু সেই পোষ্ট টা দেখিনি (তার আগেই ডিলেট করে দিয়েছে), তাই আমি মনে করেছিলাম আমি কিছু করেছি কি না। আমি অবশ্যই ভদ্র ভাবে প্রশ্ন করেছি। তাছাড়া LDL ভাই এর সাথে আমার মাঝে মাঝে মেসেজে কথা হয়। আমি কতোটা ম্যানার নিয়ে কথা বলি ওনাকে, আশা করি উনি বোঝেন। আমার মনে হয় না আমি প্রশ্ন করায় উনি মাইন্ড করেছেন।

আমি আপাতত সুস্থ আছি। আজকে থেকে আবার পোষ্ট করা শুরু করবো। নতুন কিছু পোষ্ট করবো আশা করি। ফুল মেম্বার হওয়ার খুব কাছ এসে অসুস্থ হয়ে গিয়েছি।