Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
development327
on 20/04/2023, 06:59:35 UTC
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভাই। খুব তাড়াতাড়ি আপনি পরবর্তী র‍্যাঙ্ক উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ।
আপনাকে দেখে আমাদের শেখা উচিত কিভাবে পরিশ্রম করতে হয়। আর  দ্রুত  সফলতা পাওয়া যায় ।