প্রিয় ব্যবহারকারীরা আমি এখানে আমার পদমর্যাদা উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমি কোনো সফলতা পাচ্ছি না। তাই আপনার অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার পদমর্যাদার উন্নতি করতে পারি।
পদমর্যাদা উন্নত করার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রতিনিয়ত আপনি ফোরামে একটিভ থেকে বিটকয়েনের ফোরামের কতগুলো ধারাবাহিক নিয়ম আছে যেগুলা অনুসরণ করে আপনি আপনার জানা ও অজানায় ইনফরমেশনগুলো সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যা জানেন তাই শেয়ার করবেন, অন্যের ইনফরমেশন কখনো নিজের করে চালিয়ে দেবেন না।
আপনি বাংলা কমিউনিটিতে সর্বদা একটিভ থাকার চেষ্টা করুন এবং বাংলা বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডেকে আপনি সর্বদা আলোকিত করুন দেখবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনি ফোরামে একদিন অনেক বড় রেঙ্ক পেয়ে যাবেন।
আপনি বাংলা কমিউনিটির কয়েকজন ধৈর্যশীল মেম্বারকে ফলো করতে পারেন এবং তাদের পরামর্শ মেনে চলতে পারেন।
@Little Mouse
@shasan
@Review Master
@Crypto Library
এরা বাংলা কমিউনিটির পুরাতন ইউজার, এদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন।