আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@NicNacCoin
@tjtonmoy
@Review Master
@Rana590
@LDL
@Popkon6
@Negotiation
@NicNacCoin - অসংখ্য ধন্যবাদ!
@Popkon6 - অনেক অনেক ধন্যবাদ!
@development327 - অনেক ধন্যবাদ !
@Suzume - আপনাকে অসংখ্য ধন্যবাদ!
@Learn Bitcoin - অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন!
@Rana590 - ধন্যবাদ।
@Ripmix001 - ধন্যবাদ!
@Halab - আপনাকে অনেক ধন্যবাদ!
@Mr.corol - অসংখ্য ধন্যবাদ !
চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে সক্ষম হয়। ফোরামের মেরিটের জন্য যারা পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হতে পারে না অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করে উচ্চ ব্যাংকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেব। এছাড়াও যারা ছোট থেকে তিলে তিলে গড়ে ওঠা শুরু করেছে আমি তাদেরকেও বলছি আপনারা সকলেই এখানে ভালো ইনফরমেটিভ পোস্ট করুন তবেই আপনারা এখানে মেরিট উপার্জন করতে পারবেন।
@Learn Bitcoinআপনাকে কংগ্রাচুলেশন আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি আমাদের মাঝে যেভাবে ছিলেন এভাবেই যেন পরবর্তী সময় কাটাতে পারি। আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে কমিউনিটিকে আমরা ভালো একটি পজিশনে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
@Bitcoin_people আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন। আপনি এখানে ভাল ইনফরমেটিভ পোস্ট করা চালিয়ে যান। আপনাকেও বলি ভালো একটি পজিশন তৈরি করার পর কমিউনিটিকে ছেড়ে দেবেন না। এখন যেভাবে ধরে রাখছেন পরবর্তী দিনেও যেন এভাবে থাকতে পারেন এই আশায় আপনাদের কাছে আমি সবসময় করি।