~~
হয়তো আপনি আপনার র্যাঙ্ক আপডেট করা থেকে সামান্য দূরে আছেন। আপনাকে +২ মেরিট প্রদান করলাম কেননা মাত্র দুটো মেরিট ছিল আপনাকে দেওয়ার মতো। @Learn Bitcoin ভাইয়ের মত আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করুন সেই প্রত্যাশা রইল।
তাছাড়া @NicNacCoin ভাইয়ের মত আমিও আপনাকে জানাতে চাই, ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রতিদিন পোস্ট করতে ভুলবেন না। কারণ বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আপনাকে অনেক প্রয়োজন।