Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin blockchain
on 23/04/2023, 12:57:06 UTC
বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে?

বৃহস্পতিবার, স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড ট্যুইটার থ্রেডে ক্ষমা চেয়েছেন। FTX-এর বিনিয়োগকারী এবং গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এটি একটি বিনিময় প্ল্যাটফর্ম যা তিনি ২০১৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন। ক্রিপ্টোর ব্যর্থতা অস্বাভাবিক নয়। বিনিয়োগকারীদেরকে এই সেক্টরের ভবিষ্যত সম্পর্কে চিন্তায় ফেলেছে এই ঘটনা।

দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ FTX ভেঙ্গে যাওয়ার পরে অবশেষে ক্রিপ্টো বুদ্বুদটি ফেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই খবরের মাঝেই জানা গিয়েছে যে এর আগে বিনিয়োগকারীরা তাদের টোকেনগুলি লিকুইডেট করারও সুযোগ পাননি। বেশ কিছু জনপ্রিয় ডিজিটাল টোকেন গত ৪৮ ঘন্টায় ক্র্যাশ হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ১০০ বিলিয়ন ডলারে মুল্যের ক্রিপ্টো সম্পদ সম্পূর্ণ মুছে গিয়েছে এবং দীর্ঘ ‘ক্রিপ্টো উইন্টার’ শুরু হয়েছে।

FTX প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং FTX টোকেন অকেজো হয়ে গিয়েছে। গত কয়েক দিনে ৯৮ শতাংশের এর বেশি ক্র্যাশ হয়েছে এই টোকেন। অন্যান্য বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ যেমন Binance, তাদের FTX-কে অধিগ্রহণ করার দাবি থেকে পিছিয়ে গিয়েছে। বিনিয়োগকারীদেরকে এই সেক্টরের ভবিষ্যত সম্পর্কে চিন্তায় ফেলেছে এই ঘটনা।
Source

আমি আসলে বুঝতে পারলাম না যে FTX কেন এইরকম করতেছে কেউ যুদি জানেন তাহলে আমাকে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ।