Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 24/04/2023, 01:25:43 UTC
অবশ্যই আমি যদি আপনাদের সাপোর্ট পাই অতি শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবো। বিশেষ করে আমাদের ফোরামের যে সমস্ত সিনিয়র ভাইয়েরা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা পেলে আমি আরো এগিয়ে যেতে পারবো। তবে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছেন বাংলা লোকাল বোর্ড থেকে তাই সকলের প্রতি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো। আর আমি যখন ফুল মেম্বার ম্বার র‍্যাঙ্ক অর্জন করতে পারব তারপরও আমি আমার বাংলা কমিউনিটি কখনো ছেড়ে যাবো না। আমি সকলকে নিয়ে কমিউনিটিতে থাকবো এবং ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ও বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব সকলের সাপোর্ট দ্বারা।
আপনার প্রতি দুয়া রইলো আপনি অতি শিগ্রই ফুল মেম্বার হয়ে যাবেন। কারো সাহায্য ছাড়া কখনো সহজে সফলতা অর্জন করা যায় না।''''' দশের লাঠি একের বোজা''''' ১০ জনের সার্পোট পেলে এক জন সফলতার দুয়ারে সহজেই পৌছাবে। আমরা বাংগালী একে অপরের ভাই ভাই, আমরা সব সময় একে অপরের সাহায্য হাত বাড়িয়ে দিবো।
অগ্রিম অভিনন্দন অতি শীগ্রই আপনার সফলতার দুয়ারে পৌছাবেবেন।