Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 24/04/2023, 02:14:43 UTC
⭐ Merited by Bitcoin_people (1)
আমি আমার কমিউনিটির সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি অল্প কয়েকটা মেরিটের কারণে ফুল মেম্বার রেংক অর্জন করতে পারছিনা। এই মুহূর্তে আমার মাত্র ৭ মেরিট প্রয়োজন তাই আমি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করব। কিন্তু আমি যে এই মুহূর্তে কতটা অস্থিরতার মধ্যে রয়েছে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিটি মুহূর্তেই শুধু ভাবতেছি কখন আমি ফুল মেম্বার রেংক অর্জন করব সব সময় আমি আমার প্রোফাইল দেখতেছি কখন আপডেট হবে। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না আমার সময় যাচ্ছে না বললেই চলে প্রতিটি মিনিট যেন কাটছে অনেক সময় এর ব্যবধানে। তবে আমি মনে করি সকলের সাপোর্ট পেতাম এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ঈদের আনন্দে সকলে মেতে রয়েছে যার কারণে কেউ এই লোকাল বোর্ডে একটিভ নেই সম্ভবত। তবে আমি সকলের প্রতি আগ্রহ প্রকাশ করি যে আপনারা আমাকে আর অল্প একটু সাহায্য করুন অনেক সাহায্য করেছেন আমার কমিউনিটির সকল ভাইয়েরা। সকলেই ঈদের ব্যস্ততার মাঝে ফোরামে সময় দিতে পারতেছে না কেহই এটা আমি বুঝতেছি কিন্তু আমার মনে কিছুতেই স্বস্তি পাচ্ছিনা কখন আমি আমার র‍্যাঙ্ক আপডেট হয় এটা দেখতে পারবো এই অস্থিরতা নিয়ে সময় কাটছে আমার। তাই সকলের প্রতি আমি আশাবাদী আপনারা আমাকে অস্থিরতা থেকে উদ্ধার করুন।  Angry Embarrassed Angry

মনের ভেতর এরকম অস্থিরতা কাজ করেই। বিশেষ করে যখন আপনি এমন একটা যায়গায় এসে আটকে যান তখন। এভাবে মেরিট চাওয়াটা যদিও অনেকেই ভালো ভাবে দেখবে না। আপনার হতে যেহেতু সময় রয়েছে, আমি আশা করবো আপনি একটু লেখালেখি করবেন। ঈদের ব্যাস্ততায় সবাই ডুবে আছে। আমি নিজেও লেখালেখি করার সময় পাচ্ছি না। আমার হাতে মেরিট যা ছিলো সব শেয়ার করলাম।

BIP - বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নিয়ে কে কি জানেন?
বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজালের লিষ্ট গুলো দেখলাম। তার মধ্যে কিছু বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নাম্বার মিসিং আছে। সেগুলো আসলে কি হয়েছে? যেমন; BIP ১ থেকে ৬ অব্দি লিষ্ট আছে। তারপর ৮ নাম্বার BIP দেখাচ্ছে। তাহলে ৭ নাম্বার প্রপোজাল গেলো কই? গিটহাবে আবার ১-২ এর পর ৮ দেখাচ্ছে।  Huh

https://github.com/bitcoin/bips