মনের ভেতর এরকম অস্থিরতা কাজ করেই। বিশেষ করে যখন আপনি এমন একটা যায়গায় এসে আটকে যান তখন। এভাবে মেরিট চাওয়াটা যদিও অনেকেই ভালো ভাবে দেখবে না। আপনার হতে যেহেতু সময় রয়েছে, আমি আশা করবো আপনি একটু লেখালেখি করবেন। ঈদের ব্যাস্ততায় সবাই ডুবে আছে। আমি নিজেও লেখালেখি করার সময় পাচ্ছি না। আমার হাতে মেরিট যা ছিলো সব শেয়ার করলাম।
BIP - বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নিয়ে কে কি জানেন?
বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজালের লিষ্ট গুলো দেখলাম। তার মধ্যে কিছু বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নাম্বার মিসিং আছে। সেগুলো আসলে কি হয়েছে? যেমন; BIP ১ থেকে ৬ অব্দি লিষ্ট আছে। তারপর ৮ নাম্বার BIP দেখাচ্ছে। তাহলে ৭ নাম্বার প্রপোজাল গেলো কই? গিটহাবে আবার ১-২ এর পর ৮ দেখাচ্ছে।
https://github.com/bitcoin/bips