Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
NicNacCoin
on 24/04/2023, 02:26:45 UTC
⭐ Merited by Bitcoin_people (1)


কনগ্রাচুলেশন 💐

কনগ্রাচুলেশন,, আপনার আগামী পথ চলা সুন্দর হোক। আপনি উচ্চপদমর্যাদা পেয়ে কেমন লাগছে তা জানিনা। কিন্তু আপনাকে উচ্চ পদে দেখতে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। দোয়া করি আপনি ভবিষ্যতে আরো উন্নত পদমর্যাদা অর্জন করুন। এতে আমাদের কমিউনিটি অনেক সুনাম বয়ে নিয়ে আসবে। আমরা গর্বের সাথে আপনাকে নিয়ে চলতে পারব।