
@Bitcoin_people আপনাকে স্বাগতম, নতুন রেঙ্কে অবস্থান দেখে আমরা খুবই খুশি কারণ আপনি আপনার উপযুক্ত স্থানে অবস্থান নিয়েছেন। আপনাকে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং পরবর্তী রেঙ্কে পৌঁছানোর জন্য এই পথ দ্রুততম পাড়ি দিতে হবে। আশা করি এখনকার মতই বাংলা ফোরামে নিয়মিত একটিভ থাকবেন। দোয়া করি আপনি যেন আরো উন্নত রেঙ্কে দ্রুততম পৌঁছে যান।