আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন কয়নে বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমি আর লস রিকভারি হয়

। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েন কিনে রাখতাম তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে।
