Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 28/04/2023, 11:05:01 UTC
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

ধন্যবাদ ভাই রিমাইন্ডার দেয়ার জন্য। প্রতিবার যখন আপনি শেয়ার করেন, তখনি ভাবি যে এই রাউন্ডে লাক ট্রাই করবো। কিন্তু Utopia সফটওয়্যার ডাউনলোড করার আলসেমি তে আর জয়েন করা হয়ে উঠে না। আবা ভেবেছিলাম ১-২ রাউন্ডে পারটিসিপেট করার জন্য হুদািই সফটওয়্যার ডাউনলোড করতে যাবো কেনো? এখন দেখি অনেকদিন ধরেই অনেক গুলা রাউন্ড রেফেল দিলো। ফাইনালি আজকে ডাউনলোড করে পারটিসিপেট করে ফেললাম। দেখি কি আছে কপালে।