Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 29/04/2023, 14:19:45 UTC
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

আমি এর আগে এই ফ্রি রেফেল ড্রতে জয়েন হওয়ার জন্য গিয়েছিলাম এবং পরবর্তীতে Utopia Massage deep link বাহির করার জন্য পর্যাপ্ত চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। পরবর্তীতে আমি জানতে পারলাম এটি নাকি ডেক্সটপ ছাড়া বের করা যায় না। আর আমার কোন ডেক্সটপ নাই আমি ফোন দিয়ে সব কাজ চালাই তাই এখানে জয়েন হওয়ার জন্য আগ্রহী হয়না। অবশ্য ফ্রি রেফেল এ জয়েন হওয়ার জন্য অনেক আগ্রহী কিন্তু যতই আগ্রহী হই না কেন এটা আমার জন্য সম্ভব হবে না কারণ আমি একজন মোবাইল ইউজার ডেক্সটপ বা ল্যাপটপ ইউজার হলে জয়েন হতাম। Grin