Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Suzume
on 29/04/2023, 16:23:30 UTC
Snip


আপনি এই পোস্ট এ কিছু কথা বলেছেন কথা গুলো ঠিক কিন্তু আমি মনে করি আরো কিছু ভালো ভাবে বিশ্লেষন করলে ভালো হতো ।। আপনি এইখানে বলেছনে

বিশ্বের যত বড় বড় ব্যক্তিবর্গ বা বড় বড় প্রতিষ্ঠান, যা আছে তারা মূলত শখের বসেই একটা বড় ব্যবসার সূচনা করে ফেলেন।
আপনারা সবাই জানেন ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু মার্ক জুকারবার্গ ও তার ফ্রেন্ডরা কয়েকজন মিলে শখের বসেই, শয়তানি করতে করতেই ফেসবুকের আবিষ্কার করে ফেলেন।
কেউ কি জানতো ২০০৮ সালের ১৮ই আগস্ট “সাতোশি নাকামোতোর” তৈরি করা বিটকয়েন বর্তমান পৃথিবীর ভার্চুয়াল মুদ্রা বাজারে একটি বৈপ্লবিক বিস্ফোরণ ঘটাবে।


এখানে আপনি কথা গুলো ঠিক বলেছেন তারা কাজটি শখের বসে করেছেন।। কিন্তু এটা তাদের সখ হলেও এটা জন্য তারা একদিন কোনো না কোনো স্বপ্ন দেখেছিল এবং এর পিছনে কিছু কারণ ছিল যে কারণ তাদের এর সখকে পূরণ এর জন্য সাহস পেয়েছে ।। এর তাদের সখ পূরণ এর পিছনে তাদের ও ক্লান্ত পরিশ্রম ছিল এবং তাদের মধ্যে সফল হওয়ার আগ্রহ ছিল বা বলতে হবে তারা এমন ভাবে বসে গেসে যে তাদের সফল হওয়া ছাড়া কোনো উপায় নাই ।। আমার এত কথার মধ্যে একটি কথা আমি যেটি বোঝাতে চেয়েছি টা হলে তাদের কাজ টা যদিও তাদের সখ হয়ে থাকে তাও তাদের পিছনে তাদের রক্ত ঘাম করা পরিশ্রম অদম্য ইচ্ছাশক্তি রিস্ক নেওয়ার সাহসিকা এবং একত্রে কাজ করার মন মানসিকতা যে কারণে তারা আজ সফল।।