Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 30/04/2023, 03:59:35 UTC
বিটকয়েন অর্ডিনাল নিয়ে বিতর্ক থাকলেও বিটকয়েন অরজিনাল এর প্রতিষ্ঠাতা কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে বলেন যে, শখের বসে তৈরি করা একটি প্রজেক্ট যা সারা পৃথিবীতে এতটা সাড়া ফেলবে। তিনি তা কল্পনাও করেননি। তার কাছে মনে হয়েছে এইটা মানুষকে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার জন্য একটি উপযোগী মাধ্যম। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে জনগণের জ্ঞান বৃদ্ধি করা এবং একজন ব্যবহারকারী হিসাবে বিটকয়েন ব্যবহার করার জন্য উৎসাহ দেওয়া।

এই প্রজেক্টে কিছু মৌলিক বিষয়গুলি শামিল হয়েছে, যেমন বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে এগুলি কাজ করে, বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে তুলনা করা, বিটকয়েন মাইনিং কি এবং কিভাবে এটি কাজ করে এবং কিভাবে একজন ব্যবহারকারী বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। এছাড়াও, প্রজেক্টটি একজন ব্যবহারকারীকে বিটকয়েন ফুল নোড কি এবং একটি ফুল নোড কিভাবে সক্রিয় রাখতে হবে সেই বিষয়ে শিক্ষা প্রদান করে।

একটা কথা না বললেই না, বিশ্বের যত বড় বড় ব্যক্তিবর্গ বা বড় বড় প্রতিষ্ঠান, যা আছে তারা মূলত শখের বসেই একটা বড় ব্যবসার সূচনা করে ফেলেন। যা পরবর্তীতে সারা পৃথিবীতে শোরগোল ফেলে দেয়। আপনারা সবাই জানেন ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু মার্ক জুকারবার্গ ও তার ফ্রেন্ডরা কয়েকজন মিলে শখের বসেই, শয়তানি করতে করতেই ফেসবুকের আবিষ্কার করে ফেলেন।

কেউ কি জানতো ২০০৮ সালের ১৮ই আগস্ট “সাতোশি নাকামোতোর” তৈরি করা বিটকয়েন বর্তমান পৃথিবীর ভার্চুয়াল মুদ্রা বাজারে একটি বৈপ্লবিক বিস্ফোরণ ঘটাবে।

কয়েনালাপের পোষ্টের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, বিটকয়েন অর্ডিনাল কি আসলেই সাতোশি নাকামোতোর বিটকয়েনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে?

আরো বেশি জানার জন্য কয়েনলাপের পোষ্ট থেকে ঘুরে আসতে পারেন

ভাই আপনি হইতো জানেন না যে আপনি যে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে পোস্ট করলেন ওই পোস্ট অনেক দিন আগে @Little Mouse ভাই পোস্ট করেছিল ভাই আপনি পোস্ট করার আগে ভালো করে দেখবেন আপনি যে পোস্ট করতে জাচ্ছেন আসলে এই পোস্ট আগে কেউ করেছে কিনা সেইটা একটু ভালো করে দেখে নিবেন যুদি দেখেন কেউ পোস্ট করে নাই তাহলে আপনি পোস্ট করতে পারেন সমস্যা নেই আসা করি আপনি বুঝতে পারছেন নেক্সট টাইম এইরকম ভুল করবেন না
অরজিনাল পোস্ট
আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারেননি @Little mouse ভাই অনেকদিন আগেই এই বিটকয়েন অর্ডিনাল নিয়ে এই পোস্টটি করেছিলেন, তিনি বলছিলেন এখন ও তার খুব একটা ধারনা নেই, বলেছিলেন কেউ বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে জানেন তাহলে শেয়ার করবেন। আর তিনিও আমাদের মাঝে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে শেয়ার করতে চেয়েছিলেন। @roksana.hee আপা না ভাই বুঝতে পারছি না Grin হয়তো এই তথ্যটি আমাদের মাঝে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেননি।
যারা বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে জানেন না। এই বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে কয়েন আলাপে আর্টিকেল লিখেছেন যদি কেউ পড়েনা থাকেন পরে নিতে পারেন