Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 30/04/2023, 09:59:03 UTC
ভাই আপনি হইতো জানেন না যে আপনি যে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে পোস্ট করলেন ওই পোস্ট অনেক দিন আগে @Little Mouse ভাই পোস্ট করেছিল ভাই আপনি পোস্ট করার আগে ভালো করে দেখবেন আপনি যে পোস্ট করতে জাচ্ছেন আসলে এই পোস্ট আগে কেউ করেছে কিনা সেইটা একটু ভালো করে দেখে নিবেন যুদি দেখেন কেউ পোস্ট করে নাই তাহলে আপনি পোস্ট করতে পারেন সমস্যা নেই আসা করি আপনি বুঝতে পারছেন নেক্সট টাইম এইরকম ভুল করবেন না
অরজিনাল পোস্ট

দেখে ভালো লাগলো আপনিও অন্যজনকে ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করেছেন। কেউ ভূল করলে সেটা ধরিয়ে দেয়া ভালো। আশা করি আপনিও ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলবেন। আজকে এই থ্রেড এ দেখলাম আপনার একটা পোষ্ট Plagiarism রিপোর্ট করেছে একজন। পোষ্ট টি এখন আর নেই। হয়তো বা আপনি নিজেই ডিলেট করেছেন অথবা মোডারেটর ডিলেট করেছে। আবারো যদি একই কাজ করেন, কখন আপনার আইডি চান্দের দেশে চলে যাবে টের পাবেন না।

আপনার রিসেন্ট পোষ্ট হিস্টোরি দেখে অবাক হলাম। একজন সাতোশীর একটা বানানো ছবি পোষ্ট করলো, আর আপনি লিখলেন সে নাকি সবচাইতে বড় স্ক্যামার দের মধ্যে একজন। দয়া করে বলবেন আপনি কেনো সাতোশী কে স্ক্যামার মনে করেন?

Satoshi lives ✊

[img// width=500]https://pbs.twimg.com/media/Fu5jTP_XsAEDaHE?format=jpg&name=medium[/img]

https://twitter.com/BitcoinMagazine/status/1652367320465956865?t=m7-IseKRncuLqu0q6z0Cvw&s=19
One of the biggest scammers in the world.