Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বিটকয়েন দ্বারা নির্মিত রেকর্ড যা ভাঙ্গা
by
Suzume
on 30/04/2023, 15:25:47 UTC
⭐ Merited by LDL (1) ,Crypto Library (1)
আমরা যারা সকলে ক্রিপ্টো জগৎ এর সাথে যুক্ত আছি তাদের মধ্যে অনেকে জানি যে অনকে bitcoin এর ব্যাবহার এর মধ্যে অনেক ইতিহাস তৈরী করে গেয়েছেন এর মধ্যে Bitcoin Pizza এমন একটি রেকর্ড যা কখনো ভাঙ্গা অসম্ভব কেউ চাইলে টা কখনো ভাঙতে পারবেন না ।।   
আমরা সকলে কম বেশি Bitcoin pizza সম্পর্কে কম বেশি কিছু না কিছু জানি ।। আমরা যারা জানি না তাদের মধ্যে প্রশ্ন আস্তে পারে।।

★ Bitcoin Pizza কী??

Bitcoin pizza হলো এমন একটি pizza যা Bitcoin এর মধ্যোমে ক্রয় করা হয়েছে ।।

18 may 2010 Laszlo ঘোষণা দেন যে তিনি 10000 Bitcoin এর বিনিময়ে 2 টি pizza ক্রয় করবেন ।। তখন 10000 Bitcoin এর মূল্য ছিল $41. 



pizza for Bitcoins post link  


22 may 2010 Laszlo একটি পোস্ট করেন যেখানে তিনি এই বিষয় টি ফোরাম এ সকল এর কাছে নিশ্চিত করেন যে তিনি 10000 Bitcoin এর বিনিময়ে pizza কিনতে সক্ষম হয়েছেন।। তিনি ক্রয় করেছিলেন Papa John's pizzas.. তিনি 22 may 2010 এ bitcoin এর বিনিময়ে pizza ক্রয় করেছিলেন বলে আমরা সকলে 22 may সকলে Bitcoin pizza day পালন করে থাকি ।।



পোস্ট লিঙ্ক 

এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে Laszlo  10000 bitcoin এর বিনিময়ে কি pizza ক্রয় করেছিলেন ??  আমি এটি সঠিক জানি না যে pizza এটাই ছিল কি না তিনি তার 10000 Bitcoin এর বিনিময়ে ক্রয় ক্রিত pizza ছবি দিয়েছিলেন কিন্তু লিঙ্ক টি বর্তমানে কাজ করছে না।। আমি এই ছবিটি একটি আর্টিকেল থেকে কালেক্ট করেছি ।।


 
Laszlo   কে সর্ব মোট 10000.99 Bitcoin payment করতে হয়েছিল pizza ক্রয় এর জন্য 0.99 হলো 10000 bitcoin এর ট্রানজেকশন ফি ছিল ।। তাদের Bitcoin payment এর একটি ছবি নিচে দেওয়া হলো ।।



বর্তমান সময়ে আমি যে স্থান থেকে তথ্য সংগ্রহ করেছি তাদের লিখিত সয়য়ে 10000 Bitcoin এর মূল্য আসে $292,861,787! এর কাছাকাছি তারা pizza এর একটি ছবি দিয়েছেন এবং pizza এর কোন অংশের মুল্য কত তা নির্ণয় করার চেষ্টা করেছেন।।



সকল তথ্য এই স্থান থেকে নেওয়া হয়েছে আগ্রহীরা দেখে আসতে পারেন ।। ধন্যবাদ।।