Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 01/05/2023, 10:09:09 UTC
⭐ Merited by Mr.corol (1) ,roksana.hee (1) ,Crypto Library (1)
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি 2023

পোস্ট গণনার দিক থেকে এ মাসেও আমাদের লোকাল থ্রেডের  অগ্রগতিতে ধারাবাহিকতা রয়েছে গত মাসের তুলনায় এ মাসে প্রায় দ্বিগুণ পোস্ট এক্টিভিটি হয়েছে।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 388টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = 257টি

কোথাও যুদি ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন ধন্যবাদ ।
April মাসে মোট পোস্ট হয়েছে=৪২৫(Space.ninja)

এপ্রিল মাসে যে সকল ভাইয়েরা সবচেয়ে বেশি একটিভ ছিলেন তাদের নাম ও পোস্ট সংখ্যা নিচে উল্লেখ করা হলো:

LDL মোট পোস্ট: ৩৫
Mr Corol মোট পোস্ট:৩০
Learn bitcoin মোট পোস্ট: ২৯
Bitcoin _people মোট পোস্ট: ২৯
rokssna.hee মোট পোস্ট: ২৯
Suzume মোট পোস্ট: ২৭
Little Mouse মোট পোস্ট: ২০
Crypto Library মোট পোস্ট: ১৩
NicNacCoin মোট পোস্ট: ১৩
tjtonmoy মোট পোস্ট: ১৩
Review Master মোট পোস্ট: ১২
Popkon6 মোট পোস্ট: ১১
Shasan মোট পোস্ট: ০৯
Neogiation মোট পোস্ট: ০৮

উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।