এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এ মাসেও দেখতে গেলে টোটাল পোস্ট এক্টিভিটি তে মার্চ মাসের থেকে খুব একটা এদিক সেদিক হয়নি, আমি এটাকে স্বাভাবিকই বলবো।
তবে আশ্চর্যজনকভাবে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না DdmrDdmr এর মেরিট ড্যাশবোর্ড দেখে আমার মনে হয় এটাই হাইয়েস্ট রেকর্ড হবে যদি হয়ে থাকে ৩০২ টা মেরিট তাও আবার ২৭ তারিখ পর্যন্ত ।
যাইহোক সবাইকে অভিনন্দন এবং আশা করি এ মাসেও আমাদের বাংলাদেশ থ্রেডের এই অগ্রযাত্রা বজায় থাকবে।

এপ্রিল মাসের টোটাল পোস্ট হয়েছে = ৪৪২টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = ৩০২টি
মার্চ মাসের টোটাল পোস্ট হয়েছে = ৪৪৬টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = ১৪১টিপ্রথম দশজন পোস্টদাতা
1. LDL [37]
2. Mr.corol [33]
3. Learn Bitcoin [32]
4. Suzume [31]
5. Bitcoin_people [29]
6. roksana.hee [29]
7. Little Mouse [20]
8. Bitcoin blockchain [15]
9. Bounty Inspectors [14]
10. Crypto Library [14]
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আবারো আপনাদের ধন্যবাদ কাজটাকে সহজ করে তোলার জন্য
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr